মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান নাজমুল হাসান ফরহাদের জন্মদিন আজ
আপডেট সময় :
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
২২২
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক //
মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান সাংবাদিক নাজমুল হাসান ফরহাদের শুভ জন্মদিন আজ। আজ ২রা ডিসেম্বর ১৯৯৬ সালের এই দিনে মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী, কেমিস্ট সমিতির কার্যনির্বাহী সদস্য লুৎফুর রহমান সিকদার ও সরকারী চাকুরিজীবী জাহানারা বেগম দম্পতির কোলজুড়ে মেহেন্দিগঞ্জের সৈয়দ সিকদার বাড়িতে ফরহাদ জন্মগ্রহণ করেন। ছোট বেলা থেকেই তিনি ছিলেন প্রতিভাবাসম্পন্ন। শিক্ষা ও কর্মক্ষেত্রে সফলতার সাথে অর্জন করেছেন সুনাম ও সন্মান। নাজমুল হাসান ফরহাদ পরিবারের কনিষ্ঠ সন্তান। শিক্ষাক্ষেত্রে বায়োকেমিস্টে অনার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি এডভান্সড ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠানের লেকচারার ও ল্যাব পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। এছাড়াও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা পেশায়ও বেশ পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছেন। ফরহাদ বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় প্রাচীন দৈনিক সত্য সংবাদ পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিএসএল ক্রাইম নিউজের প্রকাশক ও সম্পাদক, বাংলার কন্ঠস্বরের ব্যবস্থাপনা সম্পাদক পদে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। জন্মদিনে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। আজকের এই দিনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার পরিবারবর্গ ও ল্যাব পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার পরিবারবর্গ তাকে শুভেচ্ছা জানিয়েছে।জন্মদিনে নাজমুল হাসান ফরহাদ সকলের ভালবাসা ও দোয়া প্রত্যাশা করেছেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply