
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এবং ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মচারীরা বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান।
মানববন্ধনে উপজেলা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ‘গত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এ ১০ বছরে জীবনযাত্রা অস্বাভাবিক ব্যয় বেড়েছে। আট হাজার, দশ হাজার টাকায় একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করতে হয়। এর আগে সরকার আশ্বাস দিয়েও আমাদের কোনো বেতন কাঠামো বৃদ্ধি করেনি। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবী জানান তারা।
Leave a Reply