
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা আরাফাত রহমান কোকোর স্মরণে গঠিত আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ-এর মেহেন্দিগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে মোঃ শাহাজাদা (সেলিম)-কে আহ্বায়ক এবং অধ্যাপক মো: এনামুল ইসলাম কে সদস্য সচিব করে মোট ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ কমিটিতে আরও রয়েছেন একাধিক যুগ্ম-আহ্বায়ক, সদস্য সচিব ও সাধারণ সদস্যরা। ক্রীড়া অঙ্গনে যুবসমাজকে সম্পৃক্ত করা, ক্রীড়ার মানোন্নয়ন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আদর্শ বাস্তবায়নে কাজ করাই এ কমিটির মূল লক্ষ্য বলে জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মেহেন্দিগঞ্জ উপজেলায় ক্রীড়া চর্চা ও খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে শিগগিরই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
কমিটিটি বরিশাল জেলা শাখার অনুমোদনে গঠিত হয় এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এতে স্বাক্ষর করেন।
Leave a Reply