
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
দলীয় কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জের সন্তান বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।
বক্তব্যেতে রাজিব আহসান বলেন, তারেক জিয়ার নেতৃত্বকে শক্তিশালী করা এবং তার বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্য অর্জনে সৎ, আদর্শ এবং সংগঠনের শক্তি ও ঐক্যই হবে সাফল্যের মূল চাবিকাঠি। ভোটের জন্য মানুষের কাছে হাত পাতলে সেই হাতটি যেন পরিস্কার থাকে। যারা অসৎ পথে উপার্জনের চিন্তা করেন তারা আমার কাছ থেকে সরে যান। মানুষের সাথে ভালো আচরণ করতে না পারলে ভোট চাইতে যাবেন না। ভোট পেতে নিজেকে সৎ এবং আদর্শ হিসাবে গড়ে তুলুন। কোন দল কিংবা ব্যক্তির সমালোচনা করে নয় নিজে ভালো কাজ করে ভোট চাইবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু,উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরিফা নাসরিন,উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত সোহাগ প্রমুখ।
সভায় উপজেলা ও পৌর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সহযোগী অঙ্গসংগঠনসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে উপজেলার সকল ইউনিয়নে প্রতিনিধি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply