চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন মুখা মুখি ২ টি বাস এর সংঘর্ষ।
আপডেট সময় :
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
২৫৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
মোঃআল-আমিন রিমন
স্টাফ রিপোর্টারঃ
কিছুক্ষন আগে ডিসি রোড থেকে ছেড়ে আসা চরকাউয়া গামী বাস চরকাউয়া খেয়াঘাট এর কিছু আগে ব্যারিস্টার বাড়ীর সামনে এই দূর্ঘটনা ঘটে।
এতে অনেক লোক আহত হয় এবং এতে হতা হতের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। চরকাউয়া বাস মালিক সমিতির দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে, গাড়ি দুটি দুদিকে পড়ে যায়, গাড়ি দুটির নাম পপুলার পরিবহন, ও অনামিকা পরিবহন,।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply