বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন
আপডেট সময় :
সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
১৯৪
০ বার সংবাদটি পড়া হয়েছে
খোকন হাওলাদার, বরিশাল ॥
বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি’তে পাশের হার ৯৫.৭৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন। বরিশাল শিক্ষা বোর্ডে মোট ৬৩ হাজার ৯৬৪ জন পাশ করেছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলে বরিশালে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে। মোট জিপিএ-৫ প্রাপ্ত ৯ হাজার ৯৭১ জনের মধ্যে ছাত্রী ৬ হাজার ৪৯০ জন এবং ছাত্র ৩ হাজার ৪৮১ জন। পাশের হারেও মেয়েরা এগিয়ে। বরিশাল শিক্ষা বোর্ডে মেয়েদের পাশের হার ৯৬.৯৪ ভাগ এবং ছেলেদের পাশের হার ৯৪.৪৮ ভাগ। বরিশাল বোর্ডে এবার ৬৬ হাজার ৭৯৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।
গত বছর অর্থাৎ ২০২১ সালে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ছিল শতভাগ। এর আগে ২০১৯ সালে পাশের হার ছিল ৭০.৬৫ ভাগ। পরীক্ষার ফল ভালো হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply