মানারাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলেন বিএনএস সভাপতি মারুফ মল্লিক
-
আপডেট সময় :
বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
-
২৪৭
০ বার সংবাদটি পড়া হয়েছে

বিএনএস পিআরঃ
১ম শ্রেণিতে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলেন নাগরিকদের সংগঠন- বরিশাল নাগরিক সংসদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক। বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হতে তিনি এ ডিগ্রি লাভ করেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্নাতকোত্তর শ্রেণির ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কৃতিত্বপূর্ণ ফলাফল লাভ করায় শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল নাগরিক সংসদের প্রধান উপদেষ্টা মেজর (অবঃ) রিয়াজ খান, সিনিয়র সহ-সভাপতি রাষ্ট্রপতি পদকে ভূষিত জহিরুল হোসাইন খান নাসিম, সহ-সভাপতি ও কুয়েত প্রবাসী আলমগীর হোসেন শিকদার, সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সুমন, সহ-সাংগঠনিক অপূর্ব কুমার ভক্ত প্রমুখ।
এদিকে এক পৃথক বিবৃতিতে, বরিশাল নাগরিক সংসদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক বলেন, আমি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয় মেধাবী প্রজন্ম গড়তে অবিস্মরণীয় অবদান রেখে চলছে। মেধা ও গবেষণার কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আমাকে এই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে সহযোগিতা করেছে। বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম, এমআইইউ ইংলিশ ক্লাব এবং ইংরেজি বিভাগের নিয়মিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে। আমি মানারাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আমার শ্রদ্ধাভাজন শিক্ষক ও বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আহমদ মাহবুব-উল-আলম, সহকারী অধ্যাপক নাজমুল হক শিকদার শিবলু, সহকারী অধ্যাপক এহসানুল ইসলাম খান আসাদ সহ সকল সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, মারুফ আহমেদ মল্লিক বরিশাল নাগরিক সংসদের প্রতিষ্ঠা সভাপতি। তিনি ২০২০ সালে দেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। নাগরিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সংগঠনটি। বরিশালে এই সংগঠনের স্থায়ী কার্যালয়ের নির্মাণ কাজ চলছে।
এছাড়াও তিনি ২০২১ সালে প্রতিষ্ঠা করেছেন বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ যা বিএনএসডি ফাউন্ডেশন বাংলাদেশ নামে পরিচিত। তিনি বিএনএসডি ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠা ও চেয়ারম্যান। বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ’র অধিনে দরিদ্র উন্নয়ন কর্মসূচি, শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ‘আমাদের বিদ্যালয়’ শিক্ষা প্রকল্প, স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সংস্থার নিজস্ব মেডিকেল টিম, বঞ্চিত ও নিপীড়িত মানুষের জন্য আইন সহায়তা কেন্দ্র, হতদরিদ্র নারীদের জন্য সেলাই প্রশিক্ষণকেন্দ্র ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।
তথ্য জনসংযোগ বিভাগ,
বরিশাল নাগরিক সংসদ
বরিশাল।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply