বরিশালে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ফুরফুরা দরবারে’র মাহফিল
আপডেট সময় :
বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
২২৮
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল নগরীর বটতলা এলাকায় বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে। দুইদিনব্যাপী ঐতিহাসিক ফুরফুরা দরবার এর বার্ষিক মাহফিল দোয়াও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।মঙ্গলবার রাত ১২টার দিকে প্রধান মেহমান আল্লামা শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিক আল কুরাইশী মোনাজাত পরিচালনা করেন। অংশ নিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মাহফিলে উপস্থিত হন। মাহফিলের স্থানে লোকে লোকারণ্য হয়ে ওঠে। এ সময় তিনি মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি ও উন্নতি কামনা করেন। বিশেষ করে বিশ্বে মুসলিমদের জন্য দোয়া করেন। মোনাজাতে দেশবাসীর সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।ফুরফুরা দরবারের ঐতিহাসিক বার্ষিক মাহফিল প্রতিবছর অগ্রহায়ন মাসের ২১,২২ তারিখ অনুষ্ঠিত হয়।আর এতে উপস্থিত থেকে দিন ও ইসলামের আলোকে বয়ান করেছেন বটতলা বায়তুল মামুর জামে মসজিদের খতিব, মুফতি শরীফুল ইসলাম, হযরত মাওলানা শাহ ফতেহ আলী আয়াতুল্লা সিদ্দিক আল কুরাইশী পীরজাদা ফুরফুরা দরবার, হযরত মাওলানা ওবায়দুল্লাহ আশেকী, গবেষক অধ্যায়নরত ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আলহাজ্ব মাওলানা আতাউল্লাহ বোখারী,খলিফা ফুরফুরা দরবার, পীর সাহেব পাঙ্গাশীয়া দরবার পটুয়াখালী, হাফেজ মাওলানা শাহাদাত হোসেন নূরী খতিব ও পেশ ইমাম কেরানী গঞ্জ জামে মসজিদ, ঢাকা। এছাড়া অন্যান্য ওলামায়ে কেরামগন ওয়াজ নছিয়ত করেছেন। ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজক হিসাবে ছিলেন আলহাজ্ব সুফি সুলতান আহমেদ মোবাল্লিগ ফুরফুরা দরবার। শেষে তোবারক বিতারন করা হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply