নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রচারণার অভিযোগে ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার
আপডেট সময় :
বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
৩৫৪
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্ক //
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে প্রচার-প্রচারণা করাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের ৩ নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
রোববার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলো- নাজিরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল-আমিন, যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার ও সদস্য শান্ত ইসলাম সোভন।
এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু যুগান্তরকে বলেন, তাদের বিরুদ্ধে ইউনিয়ন নির্বাচনে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থীদের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, নৌকা মার্কার প্রার্থী নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খানকে লাঞ্ছিত ও তার মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ ছিল। জেলা ছাত্রলীগ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে অব্যাহতিপ্রাপ্ত তিন নেতার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply