হিজলায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি উপেক্ষিতঃ
-
আপডেট সময় :
শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
-
৩২৯
০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার হিজলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও তা মানছেন না অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। এজন্য অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের দাবি স্কুলগুলোর শিক্ষকদের গাফিলতির কারণে এমনটা হচ্ছে।
সরেজমিনে গিয়ে হিজলার কয়েকটি প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়,ছাত্রছাত্রীরা তো দূরের কথা শিক্ষকরাও মানছেন না স্বাস্থ্যবিধি ব্যবহার করছেন না মাক্স। যেখানে সরকারের তরফ থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করার নির্দেশনা রয়েছে। স্বাস্থ্যবিধি উপেক্ষিত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখা যায়,অনেক স্কুলের ছাত্রছাত্রীরা ব্যবহার করছেন না মাক্স। যেমন হিজলার গৌরবদী ইউনিয়নের বিরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অনেক ছাত্র-ছাত্রী মাক্স ব্যবহার করছেন না মানছেনা স্বাস্থ্যবিধি। এসময় ঐ স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, সকলেরই মাক্স দেওয়া আছে এবং স্বাস্থ্যবিধি মেনে পাঠদান চলছে কিন্তু বাস্তবে তার উল্টো। পাশাপাশি আরেকটি প্রাথমিক বিদ্যালয় চরকিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ওখানে ও একই অবস্থা। তখন উক্ত স্কুলের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ হারুন এর কাছে জানতে চাওয়া হলে তিনি তড়িঘড়ি করে ছাত্রছাত্রীদের মাক্স পড়ার নির্দেশ দেন। এবং লাইব্রেরী থেকে একটি মাক্স এর বক্স হাতে নিয়ে উক্ত ছাত্র-ছাত্রীদের তা ব্যবহারের নির্দেশ দেন। এ ব্যাপার উক্ত স্কুলের শিক্ষার্থীরা আমাদেরকে বলেন আমাদের শিক্ষকরা কখনোই আমাদের মাক্স ব্যবহার করতে তেমন উৎসাহিত করেন নি। এবং করোনার ভয়াবহতা সম্বন্ধে আমাদের কখনো সতর্ক করেন নি, আজকে আপনাদের দেখে স্যার এই প্রথম আমাদের মাক্স ব্যবহার করার নির্দেশ দেন। এদিকে মেমানিয়া ইউনিয়নের সেসিপ মাধ্যমিক বিদ্যালয় গিয়ে দেখা যায় সেখানে শতভাগ স্বাস্থ্য বিধি এবং পাঠদান কর্মসূচি চলছে।
এ ব্যাপারে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বকুল চন্দ্র কবিরাজের কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষকদের পাঠদানের নির্দেশনা রয়েছে, সেক্ষেত্রে যদি কেউ গাফিলতি করে তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply