শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, বরিশালে (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক
-
আপডেট সময় :
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
-
২৭৮
০ বার সংবাদটি পড়া হয়েছে

লিটন বাইজিদঃ
বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা ও স্বাস্থবিধি মেনে শ্রেনী কার্যক্রম পরিচালনা এবং এসাইনমেন্ট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত ৭.৩০ মিনিটে সরকারি বরিশাল কলেজ মিলনায়তনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ গোলাম ফারুক।
মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ মোঃ গোলাম ফারুক বলেন, দীর্ঘদিন পর ক্লাসরুমে পাঠদান শুরু হলেও এখনই ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর সিলেবাস কমানোর কথা ভাবছে না সরকার। বিগত দিনে বিকল্প পদ্ধতিতে পাঠদান চালু থাকায় নির্দিষ্ট সিলেবাস শেষ করতে খুব একটা সমস্যা হবে না।
এসময় তিনি আরো বলেন, ক্লাসরুমে পাঠদান করা না গেলেও অনলাইন ক্লাস-পরীক্ষা ও এসাইনমেন্টের মাধ্যমে বিকল্প পদ্ধতি চালু ছিল। এই পদ্ধতিতে শিক্ষাদানে কোন ঘাটতি হয়েছে কিনা তা অনুসন্ধানে একটি কমিটি করা হয়েছে।কমিটির পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার।
সভায় মহামারি পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করে ক্লাসরুমে শিক্ষা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সরকারি বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে আলোচনা করেন বক্তারা।
সভায় শ্রেণীকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণকে স্থায়ী রূপ দেবার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া কোনো কারণে পরীক্ষা নেয়া না গেলে এসাইনমেন্টের মাধ্যমে শিখন সম্পন্ন করার কথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক।
সভায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বরিশাল শিক্ষা অধিদপ্তর এর পরিচালক, সরকারি বিএম কলেজে অধ্যক্ষ, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন সরকারি কলেজ ও স্কুলের প্রধানরা উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply