কুয়াকাটায় ২কোটি টাকা ব্যয়ের নির্মাণাধীন ব্রীজ উদ্বোধনের আগে ধ্বস।
-
আপডেট সময় :
রবিবার, ২৭ জুন, ২০২১
-
২৬৫
০ বার সংবাদটি পড়া হয়েছে

আব্দুল কাইয়ুম (আরজু) কুয়াকাটা (পটুয়াখালী) //
কুয়াকাটা পৌরসভায় ব্রিজের কাজ শেষ না হতেই ধ্বসে পড়ায় পৌর মেয়র ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
কুয়াকাটা পৌরসভার ৮ নং ওয়ার্ড এর দোভাষীপাড়া খালের উপর নির্মাণাধীন ব্রীজ আজ সকালে বিকট শব্দে ভেঙ্গে পড়ে।এতে স্থানীয়রা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পরেছে কয়েক হাজার মানুষ।

ব্রীজটি ২০ মিটার দৈর্ঘ্য ও ৫.৫ মিটার প্রস্থের সেতুটি দুই গার্ডারের মধ্যখান দিয়ে ভেঙ্গে যায়। ২০১৯-২০২০ অর্থ বছরে ২ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৮শ’৮৩ টাকা ব্যয়ে বাংলাদেশ সরকারের (জিওবি’র) অর্থায়নে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় পৌরসভার দরপত্রের মাধ্যমে কাজটি চলমান রয়েছে। ব্রীজটির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পরায় পুরো ব্রীজ নির্মাণ নিয়ে প্রশ্ন সকলের।
স্থানীয়রা জানান, আজ সকালবেলা আমরা একটি বিকট শব্দ শুনে সবাই হতভম্ব হয়ে যাই। এবং হঠাৎ দেখতে পাই আমাদের স্বপ্নের ব্রীজটি ভেঙে মাটিতে ঠেকে যায়। তবে আমাদের ধারণা ব্রীজ নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের রড, ইট, সিমেন্ট সহ নানা সামগ্রী। ভাগ্য ভালো কোন দূর্ঘটনা হয়নি।

আলাউদ্দিন বলেন, পুরো সেতু মধ্য কোন পিলার নেই তাই ভেঙে পরেছে । তবে ব্রীজটির প্লান কি তা আমরা জানিনা।
ঠিকাদারি প্রতিষ্ঠান খাঁন ট্রেডার্স এর পরিচালক আল মামুন জানান, গার্ডার বসানোর সময় হাইড্রলিক জ্যক বিকল হয়ে যাওয়ায় এমন দূর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কুয়াকাটা পৌর মেয়র জনাব আনোয়ার হাওলাদার বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আজ রবিবার সকাল আনুমানিক ৭:৪৫ ঘটিকায় কুয়াকাটা পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায় কুয়াকাটা পৌরসভায় অনুমোদিত প্যাকেজ ০৮ নং ওয়ার্ডের বাশার মোল্লা এর বাড়ির নিকট বাস্তবায়নাধীন 20.00 মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মানাধীন অবস্থায় স্লাব ভেঙ্গে যায়।
আগামী ০৫ কার্যদিবসের মধ্যে ব্রীজটি নির্মাধীন অবস্থায় ভেঙ্গে পড়ার কারণ অনুসন্ধান এবং কাজের কারিগরি মান যথাযথ পর্যবেক্ষণ সম্পন্ন করে উক্ত ব্রীজের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সৈয়দ সোহেল এণ্ড মেসার্স দ্বীপ এন্টারপ্রাইজ (JV), প্রোঃ মোঃ আজাদুল ইসলাম, টাউন কালিকাপুর, পটুয়াখালী’ এর বিরুদ্ধে কুয়াকাটা পৌরসভা থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গার্ডার ব্রীজটির স্লাব ভাঙ্গনের সম্পূর্ণ ক্ষয়-ক্ষতির ক্ষতিপুরণ উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সৈয়দ সোহেল এণ্ড মেসার্স দ্বীপ এন্টারপ্রাইজ (JV), প্রোঃ মোঃ আজাদুল ইসলাম, টাউন কালিকাপুর, পটুয়াখালী’ বহন করবে।
স্বল্পতম সময়ের মধ্যে গার্ডার ব্রীজটির ভেঙে যাওয়া অংশ সংশ্লিষ্ট ঠিকাদারের দ্বারা অপসারণ পূর্বক অবশিষ্ট নির্মাণ কাজ পুনরায় শুরু করা হবে, ইনশাআল্লাহ।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply