স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র কুয়াকাটা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন
আপডেট সময় :
শনিবার, ২৯ মে, ২০২১
২৫৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
জুয়েল ফরাজী, কুয়াকাটা ঃ
পর্যটন কেন্দ্র কুয়াকাটা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করছের স্থানীয় ব্যবসায়ীরা। ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর আয়োজনে আজ 29 মে, 2021 রোজ শনিবার বীচ সংলগ্ন কুয়াকাটা মহাসড়কে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধনের অংশনেয় কুয়াকাটার শতাধিক ব্যবসায়ীরা। তারা বলেন, একদিকে করোনা মহামারী অন্য দিকে ঘুর্ণিঝড় ইয়াস অপর দিকে টানা 65 দিনের অবরোধ এর কারণে ব্যাপক ক্ষতি হয়েছে যা কাটিয়ে উঠতে হিমসিম খাচ্ছে কুয়াকাটার অনেক ব্যবসায়ীরা। চরম বিপাকে হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, মটরবাইক চালক, ঝিনুক মার্কেট, ফটোগ্রাফার সহ বীচ সংস্লিষ্ট সকল ব্যবসাপ্রতিষ্ঠান । তাদের দাবী স্বাস্থ্যবিধি মেনে দ্রুত পর্যটন নগরী কুয়াকাটা খুলে দেওয়া হোক এবং পর্যটক প্রবেশের অনুমোতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন। প্রায় ঘণ্টাব্যাপী উক্ত মানববন্ধন এর সভাপতিত্ব করেন টোয়াক’এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার । মানববন্ধন বক্তব্য রাখেন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সেক্রেটারি জেনারেল টোয়াক আনোয়ার হোসেন আনু, টোয়াকের অন্যতম সদস্য জহিরুল ইসলাম মিরন সহ প্রমুখ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply