মঠবাড়িয়ায় জমিসংক্রান্ত বিরোধে হামলায় নিহত১ আহত ৪ জন।
আপডেট সময় :
শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
৩৯৪
০ বার সংবাদটি পড়া হয়েছে
হারুন অর রশিদ //
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে গতকাল শুক্রবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিতভাবে কাতার প্রবাসী নাইমের স্ত্রী ও তার বাবা আইয়ুব সরদারের ওপর হামলা চালায়।স্থানীয় সূত্রে জানাগেছে,একই বাড়ির কমলার কাছ থেকে নাইম ৮ কাঠা জমি ক্রয় করেন।ওই জমিতে সোবাহান তার দলবল নিয়ে নিয়ে গায়ের জোরে ঘর তুলতে গেলে এ খবর শুনতে পেয়ে মিতু তার বাবা আইয়ুব সরদার মা রুবি,ও তার স্বজন মিজানুর, জালাল বাঁধা দিলে তাদের ওপর দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল রামদা দিয়ে তাদের হত্যার উদ্দেশ্য শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ৪ জনকে বরিশাল শেবাচিম হাসপাতলে প্রেরণ করেন। সেখানে আইয়ুব সরদারের(৫০) অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।আজ সকাল ৮ ঘটিকায় তিনি চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। এ ঘটনায় তার মেয়ে মিতু বাদী হয়ে স্থানীয় থানায় ০৯ জনকে আসামি করে ২৩ তারিখ শুক্রবার একটি মারামারি মামলা দায়ের করেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও এজাহারনামীয় ৩ জনকে গেপ্তার করে জেলা হাজতে প্রেরণ করেন।থানা অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন,আউয়ুব সরদারের মৃত্যুর খবরটি আমরা এখনো নিশ্চিত হয়নি। তবে বাকি আসামিদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply