
রাজিব তাজ ঃ ঝড় বন্যা বৃষ্টিতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ নামক দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়, করোনা চলমান পর্যায়ে আকস্মিক বৃষ্টিতে মেহেন্দিগঞ্জের উলানিয়া টু পাতারহাটের পানবাড়িয়া মুক্তিযোদ্ধা শিকদার বাড়ির সামনে বিশাল এক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে বিগত ১ মাসে পূর্বে।
পাতারহাট থেকে উলানিয়া যাওয়ার সড়কটি প্রায় দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে, তবে মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নের পানবাড়িয়া ওয়ার্ডের সড়ক টি পিচ ঢালাই হওয়ার পরে ১ মাস পূর্বে ভাঙ্গনের সৃষ্টি হয়, কিন্তু এ পর্যন্ত একই অবস্থায় পরে থাকতে দেখা যায় সড়ক টি। এবং দিন দিন সড়কটি বৃষ্টির পানির কারনে আরো ভাঙ্গনের সৃষ্টি হয়ে দেবে যাচ্ছে। খুব অচিরেই হয়তো ভেঙ্গে যাবে পুরো সড়ক।
এলাকাবাসীর সাথে কথা বলার সময় তারা জানায়, বিগত ১ মাসের বেশি ভাঙ্গে এই সড়ক, কিন্তু চেয়ারম্যান ও মেম্বার কেউই যেনো দেখছে না।
এই সড়ক দিয়ে চেয়ারম্যান মেম্বার পাতারহাট বাজারে যাওয়া আসা করে।,কিন্তু মেরামতের কোন চেষ্টাই নাই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি পুকুরের পাড়ে হওয়ার কারনে পুরো ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উলানিয়া দুই ভাগে বিভক্ত, তাই পানবাড়িয়া দক্ষিন উলানিয়ার অন্তর্গত। দক্ষিন উলানিয়ার দ্বায়িত্বে থাকা উপজেলা সমাজ সেবা অফিসার মাহাবুব আলম বলেন, সড়ক মেরামতের জন্য যাদের কে টেন্ডার দেওয়া হয়েছে, এটা তারা মেরামত করবে।
দীর্ঘ সড়কটির একদিকে কাজ চলছে অপরদিকে দেবে যাচ্ছে। এখানকার মানুষের দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না।
Leave a Reply