রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।
করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার এসপি মাসুদ হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, চারদিন ধরে তার শরীর খারাপ লাগছিলো। দু’দিন ধরে নাক দিয়ে শুধু পানি ঝড়ছে। পরে তিনি সোমবার করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।
স্ট্যাটাসে তিনি নিজের শারীরিক অবস্থা ভালো আছে উল্লেখ করে সকলের কাছে ক্ষমা ও দোয়া চেয়েছেন।
মঙ্গলবার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, এসপি মাসুদ হোসেনের সর্দি ছিল। তাই বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে তিনি নমুনা দেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
তিনি আরও জানান, রাতে করোনা পজিটিভের বিষয়টি জানার পর থেকেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন এসপি মাসুদ হোসেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply