জালিয়াতি মামলায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, জিয়াউদ্দিন সিকাদার ও তার স্ত্রী!
-
আপডেট সময় :
শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
-
২৬৭
০ বার সংবাদটি পড়া হয়েছে

এ এইচ খাঁন ::
বরিশাল মহানগর বিএমপির সাধারন সম্পাদক ও বরিশাল ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: জিয়াউদ্দিন সিকাদার ও তার স্ত্রী শাহানা জিয়াসহ তিন চারজনের বিরুদ্ধে জাল জালিয়াতির অভিযোগ ওঠে।
চলতি মাসের ১৫ তারিখে জিয়াউদ্দিন সিকাদার ও তার স্ত্রী’সহ তিন চারজনের বিরুদ্ধে বরিশাল কোতায়ালী মডেল থানায় অফিসার ইনর্চাজ বরাবর এজাহার দায়েরা করে বাদী এ.কে.এম আরিফুল রহমার খাঁন।
এজাহারে উল্লেখ থাকে যে, আসামীরা , বরিশাল কোতায়ালী থানাধীন জে.এল ৫৬ নং রূপাতলী মৌজার এস.এ ২২৪৯ নং খতিয়ানের ১৩১৮ নং দাগের ৪৭ শতাংশ ভূমি ব্যাপক আমমোক্তার দলিল মূলে মালিক। উকিল বাড়ি সড়কের ঐ জমি ছিলো রয়েল চায়নিজের।
রয়েল চায়নিজের মালিকরা মামলা হেরে যাওয়ায় ঐ ভেজালের জমি কিনে রাখে জিয়াউদ্দিন সিকদার।
ঐ জমি আবার তার স্ত্রী শাহানা জিয়ার নামে দলিল করে। পরবর্তীতে জিয়াউদ্দিন বাদী এ.কে.এম আরিফুল রহমার খাঁনকে ভালো জমি বলে রেজিষ্ট্রি বায়না হিসেবে ব্যাংকের মাধ্যমে জিয়াউদ্দিন ২০,০০,০০০ (বিশ লক্ষ টাকা) নেয়।
বাদী আরিফুল রহমার বায়নার কিছু দিন পর জানতে পারে ঐ জমি সুরেন্দ্র গং নামে এক ব্যক্তির।
জমি অন্য লোকের এ কথা জানতে পারে বাদী আসামীর কাছে টাকা ফেরত চায়।
কিন্তু আসামী বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখায়।এক পর্যায় এসে আসামী জানায় বাদীকে কোনো টাকাই সে ফেরত দিবে না। উল্টো টাকা চাইলে বিভিন্ন হুমকি দেয় আসামী এমনকি বলে আমি বরিশাল সিটি করপোরেশনের মেয়র হবো তুই কিভাবে টাকা পাও দেখিয়ে দিবো ।
আরিফুর রহমান মুঠোফোনে সাংবাদিক কে জানায় আমার এই জমি নিয়ে স্থানীয় ভাবে শালিস বিচার করে একটা সিদ্ধান্ত হয় যে, আমাকে জমির বায়না বাবদ ২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকা এবং জমিতে আমি বালু দিয়ে ভরাট করছি এবং চারপাশে দেয়াল করছি সে বাবদ ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা মোট ২৫,০০,০০০০ ( পঁচিশ লক্ষ) টাকা দিয়ে দিবে, কিন্তু জিয়া সিকদার শালিসগনের সিদ্ধান্ত অমান্য করে আমার জমি অধবা আমার বায়নাকৃত টাকা ফেরৎ দেয় না বরং আমি টাকা চাইলে আমাকে বিভিন্ন রকম হুমকি প্রদান করে ।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply