
নিজস্ব প্রতিবেদক: সারা দেশের অসহায় মানুষদের পাশে সাহায্যে নিয়ে এগিয়ে যাচ্ছে ‘ফুটব্যাংক’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। ফুটব্যাংক এর প্রতিষ্টাতা চেয়ারম্যান দক্ষিণ কোরিয়া প্রবাসি শাহ পরান এর উদ্যোগে সংগঠনটি দিন দিন এগিয়ে যাচ্ছে। ফেইজবুকে অথবা নিউজ পোর্টালে অসহায় মানুষের কথা দেখতে পেলেই সাহায্যে করার জন্য তাদের কাছে এগিয়ে যাচ্ছে ‘ফুটব্যাংক’। ফুড ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, দক্ষিণ কোরিয়া প্রবাসী মোঃ শাহ পরান সংগঠনের জানালেন, ‘আমাদের খাবার সাহায্যের সেই ছোট্ট প্রচেষ্টা অনেক সফল। সাহায্য করতে গিয়ে আমরা দেখেছি ভোলায় একটি পরিবারের কষ্ট। তাদের অধিকাংশের ঘরে কোনো খাবার ছিল না। দেশের বিভিন্ন জেলা উপজেলায় কাজ করছে আমাদের এই সংগঠনটি। এবং কি মহামারী করোনা ভাইরাসের মধ্যেও বরিশাল, ভোলার সহ দেশের অনেক অসহায় পরিবারকে স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খাবার, ঘর, ছাগল ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ পৌঁছে দিয়েছে ফুড ব্যাংক ফাউন্ডেশন। অনেক কষ্ট করে অর্থ ও খাদ্য উপকরণ সংগ্রহ জোগার করে অসহায় পরিবারের কাছে নিয়ে হাজির হয় আমাদের ফুড ব্যাংক ফাউন্ডেশন নামে এই সংগঠনটি। শুধু তাই নয় ভোলার উপজেলার মোহরকয়া গ্রামে আশুরা খাতুন নামেন একজন আসহায় কে নতুন বসতঘর নির্মান ও তাদের মাঝে নগদ অর্থ ও দুই মাসের খাবার সহ শীতবস্ত্র তুলে অসহায় পরিবারটির হাতে দিয়েছি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে চলমান রয়েছে অসহায়দের পরিবারদের সাহায্যর কার্যক্রম।
Leave a Reply