
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
“নারীর কথা: আজ এবং আগামীর ভাবনা”—এই প্রতিপাদ্যে আজ মেহেন্দিগঞ্জ উপজেলার মাল্টি পারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এক হৃদয়ছোঁয়া আলোচনা সভা।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর শাখা, মহিলা দল এই আয়োজন করে।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব রাজিব আহসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নারী শুধু পরিবার বা সমাজের একটি অংশ নয়—তিনি নিজেই একটি শক্তি, সম্ভাবনা ও নেতৃত্বের প্রতীক। বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নের পক্ষে এবং আগামী দিনে তাদের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ।”
এ সময় আলোচনায় অংশ নেন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নারী প্রতিনিধিরা। তাঁরা তাদের জীবনের নানা সংগ্রামের গল্প শোনান—কখনও চোখ ভিজে আসে, কখনও করতালিতে মুখর হয় হলরুম। কেউ বললেন, কীভাবে স্বপ্ন দেখে একটি ছোট ব্যবসা গড়েছেন; কেউ জানালেন, কীভাবে সংসার, পেশা ও সমাজের চাপ একসঙ্গে সামলে এগিয়ে চলেছেন।
সভায় নারীদের কণ্ঠে ভেসে আসে স্বপ্ন, সম্ভাবনা ও প্রত্যয়ের এক সুর। আলোচকরা বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
আয়োজক মহিলা দলের নেতৃবৃন্দ জানান, নারীদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরার এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply