
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে নদীভাঙ্গন রোধে করণীয় নির্ধারণে এক জরুরি আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪ ঘটিকায় চাঁনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঢালীর হাটে এই কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী ও স্থানীয় জনগণ ও ঢালী পরিবার ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মেঘনা ও তেতুলিয়া নদীর ভয়াবহ ভাঙনে চাঁনপুর ইউনিয়নের একাধিক গ্রাম চরম হুমকির মুখে পড়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীভাঙনের কারণে শত শত পরিবার জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান আইনজীবী সমাজকর্মী ও বিএনপি নেতা সহকারী এ্যাটর্নি জেনারেল এডভোকেট এম হেলাল উদ্দিন । তিনি বলেন, “নদীভাঙ্গন রোধে সচিবালয়ে লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আশা করি অতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করবে। তিনি আরো বলেন আপনারা সবাই নদী ভাঙ্গন রোধে আল্লাহর কাছে দোয়া চান যাতে করে আল্লাহ আমাদের কে ক্ষমা করে নদী ভাঙ্গন বন্ধ করে আমাদের বাবা দাদার ভিটে মাটি রক্ষা করে।
এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় , শিক্ষক, ব্যবসায়ী ও ভুক্তভোগী পরিবার ও সাধারণ সমাজের লোকজন । বক্তারা বলেন, স্থায়ী বাঁধ নির্মাণ ও নদীশাসন প্রকল্প বাস্তবায়ন ছাড়া চাঁনপুর ইউনিয়নের অস্তিত্ব রক্ষা সম্ভব নয়।
মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরিশেষে স্থানীয় মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন ।
Leave a Reply