
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন বিএনপি‘র উদ্ব্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
দক্ষিণ উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চৌধুরী মিল্টন এর সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম চৌকিদার, সহ-সভাপতি কামাল হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব হাওলাদার, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল অহিদ চৌকিদার, নাছির মাঝি, সাবেক ছাত্রনেতা ইলিয়াস পাঠান, মাকসুদ, ফরিদ সরদার, ছাত্রদলের সাধারন সম্পাদক ইভান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হিমেল প্রমুখ।
উলানিয়া দক্ষিণ বাজার টেম্পুস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মি ছাড়াও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় আব্দুল হালিম মিল্টন চৌধুরী জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, “শহীদ জিয়া ছিলেন জাতির দুর্দিনের কাণ্ডারি। তিনি শুধু স্বাধীনতার ঘোষকই নন, বরং বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনের অগ্রদূত। বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে তিনি দেশে গণতান্ত্রিক চেতনার ভিত্তি স্থাপন করেছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব আজও আমাদের পথ দেখায়। তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মান করা হবে। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত
কামনা করে এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply