
ফয়সাল হাওলাদার//
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি‘র উদ্ব্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন কর্রমসূচিতে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির আহবায়ক রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, সদস্য সচিব সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সঞ্চালনায় মাহমুদ খান প্রমুখ।
উপজেলা অডিটোরিয়ামে এসব অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মি ছাড়াও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় গিয়াস উদ্দিন দিপেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দর্শন নিয়ে আলোক পাত করে বলেন তাঁর আদর্শে উনারই উত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মান করা হবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত
কামনা করে এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply