মেহেন্দিগঞ্জ টাইমস ডেস্ক//
ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি, যদি এই সময় নির্বাচন না দেয়া যায় তা যুক্তি দিয়ে জাতির কাছে সরকারকে জানানোর আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। অভিযোগ করেন, নতুন দলগুলোর জোট গঠনের প্রক্রিয়া অসমাপ্ত থাকায় জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে, যা জনগণ মেনে নেবে না। বগুড়ায় তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে আবারও সংগ্রামের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেন দলটির কেন্দ্রীয় নেতারা।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে এবার বগুড়ায় তারুণ্যের ঢল। শনিবার নগরীর সেন্ট্রাল স্কুল মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে দূর দূরান্ত থেকে এসেছেন হাজারো তরুণ-জনতা।
বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল- সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে রংপুর ও রাজশাহী সাংগঠনিক বিভাগের ১৬ জেলার নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। আবহাওয়া অনুকূলে না থাকলেও তরুণদের বাঁধভাঙা উচ্ছ্বাসে প্রাণ ফেরে সমাবেশের।
তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সরকারের কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে, বিএনপি নির্বাচনের দাবি করাই যেন মহাপাপ হয়ে দাঁড়িয়েছে।
বিএনপির নীতি নির্ধারণী সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন তোলেন, জুনের মধ্যে নির্বাচন কমিশন ও সংস্কার কমিশন প্রস্তুত হয়ে গেলে ডিসেম্বরেই নির্বাচন নয় কেনো? জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে তরুণদের লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, জনগণের ভোটের অধিকার ফেরানোই তাদের প্রধান কাজ।
কোনো দলকে সংগঠিত করা বা ঐক্য গড়তে সময় লাগবে বলে নির্বাচন পেছানো হলে তা জনগণ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপি নেতারা।
Leave a Reply