মেঘনা পাড়ের মাছ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে হামলায় ইউপি সদস্য সহ আহত দুই।
-
আপডেট সময় :
সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
-
২০২
০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার //
বরিশালের হিজলা উপজেলার মেঘনার মাছঘাট নিয়ন্ত্রন নিয়ে অশান্ত হয়ে উঠেছে হিজলা উপজেলা আওয়ামীলীগের রাজনীতি। গতকাল ৭ জানুয়ারি রোজ শনিবার দুপুরে হিজলা-গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আলাউদ্দিন বেপারি (৫০) ও তার সঙ্গী মান্নান সিকদাররের উপর হামলা করেছে প্রতিপক্ষরা।
আলাউদ্দিন বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বড়জালিয়া ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদারের ছেলে জিদানের নেতৃত্বে ৮/১০ সহ সহযোগী নিয়ে হামলা চালানো হয়েছে। আলাউদ্দিন বেপারি (৫০) ও মান্নান সিকদারকে (৪০) বরিশাল শেরেবাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার বলেন, আহত দুজনকে উপজেলা হাসপাতালে নেয়ার পর তিনি সেখানে যান। তখন আলাউদ্দিন বেপারি অজ্ঞান ছিলেন। উদ্ধারকারীরা তাকে জানিয়েছে, এনায়েত হোসেন হাওলাদারের ছেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান।
এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শম্ভু দেবনাথ স্বাক্ষরিত এক প্রেস-বিজ্ঞপ্তিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন বেপারি ও মন্নান সিকদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ। এ ছাড়া ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাতে হিজলা গৌরব্দি ইউনিয়ন আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার তার ভাগ্নে এবং ছেলের বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষরা তাকে রাজনীতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যে প্রোনীতভাবে তার পরিবারের উপর দোষ চাপাচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনায় ৮ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের পুত্র জিদান হাওলাদারসহ ১১ জনকে আসামি করে আলাউদ্দিন বেপারির পুত্র মোঃ সুজন বেপারি হিজলা থানায় একটি মামলা দায়ের করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া জানান, মেঘনার মাছঘাট নিয়ে বিরোধের জেরে ইউপি সদস্য আলাউদ্দিন বেপারির ওপর হামলা হয়েছে বলে শুনেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার( ৭)।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply