সরকারি জায়গা দখল, আনসার ভিডিপির ঘড় উধাও!
-
আপডেট সময় :
রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
-
২০৮
০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার //
দীর্ঘ ২৬বছর সরকারি জায়গায় সরকারি স্থাপনা থাকার পরে ও বেদখল হয়ে যায় প্রভাবশালী কর্তৃক!!!
উল্লেখ্য বরিশাল জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিড়াখোলা মৌলভীর হাটে,১৯৯৬,সালে তৎকালীন উক্ত ইউনিয়নের সাবেক প্রবীণ চেয়ারম্যান মরহুম আলাবক্স হাওলাদার বাংলাদেশ আনসার ভিডিপি জন্য একটি অফিস নির্মাণের জন্য সরকারি খাস জায়গা থেকে ৬,শতাংশ জায়গা বরাদ্দ দেন, জায়গাটি বর্তমানেও সরকারি খাস কাগজ কলমে। নিম্নে বর্ণিত উল্লেখিত জায়গাটি বর্তমানে পুরাটাই দখল হয়ে যায় ভুয়া কাগজপত্র মাধ্যমে ভূমি দস্যুদের হাতে।

সর্বশেষ গত একমাস আগে সরকারি অর্থায়নে ওই জায়গায় একটি ঘড় ছিল দীর্ঘদিন যাবৎ সেটিও রাতের আঁধারে ভেঙে দখল করে নেন স্থানীয় নুরুল ইসলাম হাওলাদার নামে এক লোক। এ ব্যাপারে ইউনিয়ন আনসার-ভিডিপির দলনেতা, এলায়েত হোসেন বাবুল বলেন জায়গাটি দখলমুক্ত করতে আমি সেদিন নিজেও লাঞ্চিত হয়েছি তারপরও জায়গাটি দখল ঠেকাতে পারিনি।
উপজেলা আনসার ভিডিপির সহকারি কমান্ডার অফিসার এনায়েত হোসেন দায়সারা বক্তব্য দিয়ে বলেন,দখলকৃত ওই জায়গাটি আমাদের না আমাদের নামে দলিলকৃত জায়গাটি হচ্ছে ইউনিয়নের পুরাতন পরিষদের পিছনে ৫৩০,নাম্বর দাগের ভিতর। তাহলে দীর্ঘ ২৬,বছর আপনারা কার জায়গা দখল করে রেখেছিলেন, সরকারি অর্থায়নে ওখানে একটি ঘড় ছিল সেটিই বা কোথায় ?? এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি এই কর্মকর্তা।

পরে বরিশাল জেলা আনসার বিডিপির কমান্ডার অফিসার মুঠোফোনে বলেন এধরনের কোন ঘটনা এখন পর্যন্ত আমার কোন অফিসার আমাকে জানায়নি, ব্যাপরটি আমি গুরুত্বসহকারে দেখছি। খুব শীগ্রই ওখানে আমি ভিজিট করব দখলদারদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে আইনগন ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ, দুঃখ জনক হলেও সত্যি, উক্ত ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মরহুম আলাবক্স হাওলাদার সাক্ষরিত কাগজটিকে পাত্তাই দিলনা ভূমিদস্যুরা, তারই বংশধর ও আপন ভাতিজা বর্তমানে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান থাকার পরেও।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply