দ্রব্যমূল্য স্থিতিশীলে ব্যর্থ সরকার : মোমিন মেহেদী
আপডেট সময় :
রবিবার, ২৮ আগস্ট, ২০২২
২১৮
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক//
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জ্বালানি তেল-দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যর্থ সরকার তাই মুখ ফিরিয়ে নিয়েছে ছাত্র-যুব-জনতা। তারা এখন নির্মম বাস্তবতার কষাঘাতে জর্জরিত হয়ে তথাকথিত উন্নয়নের নামে অপরাধ-দুর্নীতি-খুন-গুম থেকে মুক্তি চায়।
২ দিনব্যাপী জনসংযোগ কর্মসূচির শেষ দিনে ২৭ আগস্ট সকাল ১০ টায় পুরানা পল্টন, তোপখানা রোড, বিজয়নগর, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চলাকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ. সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, শুভানুধ্যায়ী আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য মামুনুর রশীদ, উজ্জ্বল সানী, অনলাইন প্রেস ইউনিটির সদস্য আল আমিন মুন্না, মো. ইউসুফ, হুমায়ুন কবির জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এসময় আরো বলেন, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর গত ১০ বছরে রাজনৈতিকভাবে বাংলাদেশে সকল রাজনৈতিক প্লাটফর্মের মত জোয়ারে গা ভাসিয়ে জোট ভিত্তিক রাজনীতি না করে গণভিত্তিক রাজনীতি চালিয়ে যাচ্ছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। নতুনধারা সবসময় জনগণের দাবি বাস্তবায়নে রাজপথে ছিলো, আগামীতেও থাকবে। জোটের নামে মানুষের অধিকারের কথা ভুলে লোভের বলি হবে না।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply