১৯’শ পিচ ইয়াবা ও সাড়ে ৩ লক্ষ টাকাসহ ১ ভারতীয় নাগরিক আটক
আপডেট সময় :
শনিবার, ২৭ আগস্ট, ২০২২
১৮৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্ক //
লালমনিরহাটের হাতীবান্ধায় ১ হাজার ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও তিন লাখ ২৯ হাজার ১৯০ টাকাসহ আলতাফ হোসেন নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ আগস্ট) রাতে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলতাব হোসেন ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলনাহাটি গ্রামের জলিম উদ্দিন মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, হাতীবান্ধা থানার ওসি শাহা আলমসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি দেখে ভারতীয় নাগরিক আলতাফ হোসেন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও তিন লাখ ২৯ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply