
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে চলা সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অবশেষে নৌ পুলিশের বড়সড় অভিযান চালানো হয়েছে। এ অভিযানে তিন চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে হিজলা থানা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল।
অদ্য ০১ জুন ২০২৫ খ্রিঃ, দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে হিজলা থানাধীন আলীগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদীর মোহনায় নিয়মিত নৌ টহলের সময় এসআই (নিঃ) মোঃ রমজান গাজী এবং সঙ্গীয় অফিসার ফোর্স দেখতে পান যে, একটি সংঘবদ্ধ গ্রুপ ট্রলারযোগে চলাচলরত নৌযান থেকে চাঁদা আদায় করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১. মোঃ হানিফ খান (২৬), পিতা: আবু তাহের খান
২. মোঃ আকবর মাঝি (৩৯), পিতা: মৃত খালেক মাঝি
৩. মোঃ খোকন মাঝি (৫২), পিতা: মোঃ মনছুর মাঝি
৩ জনেরই স্থায়ী ঠিকানা বালিয়া, থানা মেহেন্দিগঞ্জ, জেলা বরিশাল। আটককৃতদের নিকট থেকে চাঁদাবাজির নগদ ২০০০/- (দুই হাজার টাকা) উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়ে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, “আমরা অনেকদিন ধরেই গোপনে তথ্য সংগ্রহ করছিলাম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। চাঁদাবাজ দলের আরও ৪/৫ জন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও আমরা ৩ জনকে ধরতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় নৌযান চালক ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এই এলাকায় প্রতিনিয়ত চাঁদাবাজি করে আসছিল। এই অভিযান এলাকার নদীপথে নিরাপত্তা ফিরিয়ে আনবে বলে তারা আশা প্রকাশ করেন।
Leave a Reply