চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন আব্দুস সবুর লিটন, গিয়াস উদ্দিন ও আফরোজা কালাম।
আজ সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় শুরু হয় সিটি করপোরেশনের পুরাতন ভবন কার্যালয়ে নির্বাচন। করোনা সংক্রমণ রোধে ৩টি পৃথক ব্যালটে ভোট গ্রহণের এ প্রক্রিয়া বলে জানান চসিক মেয়র মো.রেজাউল করিম চৌধুরী। এতে প্রার্থী হয়েছেন মোট ১১ কাউন্সিলর।
নির্বাচেন ৫৪ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ২৯ ভোট পেয়ে ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের আব্দুস সবুর লিটন ১ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হন। ২৭ ভোট পেয়ে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের গিয়াস উদ্দিন ২ নম্বর প্যানেল মেয়র ও ২৬ ভোট পেয়ে সংরক্ষিত কাউন্সিলর আফরোজা কালাম ৩ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র পদের নির্বাচনে ৩ কাউন্সিলর প্রার্থী জয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন কাউন্সিলর আবদুস সবুর লিটন, কাউন্সিলর গিয়াস উদ্দিন, আফরোজা জহুর (আফরোজা কালাম)।
ভোট শুরুর আগে প্রার্থীদের উদ্দেশ্য মেয়র রেজাউল বলেন এখানে কোন প্রকার মমনমালিন্য অসৌজন্যমূলক কিছু হবে এটা কেউ আশা করে না। হওয়ার কথাও নয়। কারণ সবাই গোপন ব্যালটে প্রার্থী পছন্দ করবেন।
পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন ব্যালটে প্রার্থীদের নাম থাকবে। আপনারা পাশে টিক চিহ্ন দিয়ে পছন্দের প্রার্থী নিবাচন করবেন।
সোমবার অনুষ্ঠিত সিটি করপোরেশনের ২য় সাধারণ সভায় সাধারণ ওয়ার্ড থেকে ৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড থেকে ৫ জন কাউন্সিলর (নারী) প্যানেল মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন।
এ নির্বাচনের প্রার্থীরা ছিলেন ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ১০ নম্বর উত্তর কাট্টলীর কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ।
অন্যদিকে সংক্ষিত ওয়ার্ড থেকে নির্বাচনের প্রার্থীরা ছিলেন- জোবাইরা নার্গিস খান, নীলু নাগ, আফরোজা জহুর, লুৎফুন্নেছা দোভাষ বেবী এবং ফেরদৌস বেগম মুন্নী।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply