
ইউসুফ আলী সৈকত //মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দাদপুর পুর্বকান্দিপশ্চিম পাড় এলাকাঢ এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষের লোকজন গত মঙ্গলবার ও বুধবার দুদিনে প্রায় ৩০-৩৫টি গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
স্থানীয়রা জানান, জামাল বেপারি গংয়ের সঙ্গে প্রতিবেশী খোরশেদ বেপারির মধ্যে ২০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় বরিশাল আদালতে মামলাও চলমান রয়েছে।
অভিযুক্ত জামাল বেপারী ওই জমি থেকে রেইনট্রি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ৩০-৩৫টি গাছ বিক্রি করে দিয়েছেন যার আনুমানিক মূল্য হবে ৪লাখ ৫০হাজার টাকা।
ভুক্তভোগী খোরশেদ বেপারি বলেন, আমি ৩১ বছর আগে অভিযুক্তদের বাপ-চাচার কাছ থেকে সাব কলা দলিল মুলে ৪০শতাংশ জমি ক্রয় করে আমার নামে রেকর্ড করেছি। আজ আমার সেই রেকর্ডিও জমি থেকে পেশিশক্তির বলে কয়েক লক্ষ টাকার গাছ বিক্রি করে দিয়েছে তারা। দুদিনে আমার জমির সাড়ে ৪ লাখ টাকার গাছ বিক্রি করে দিয়েছে জামাল বেপারি ও তার ভাই জাফর বেপারি।
অভিযোগের বিষয়ে জামাল বেপারির ছোট ভাই জাফর বেপারি বলেন, অভিযোগকারী খোরশেদ আলম বেপারী এওয়াজ বদলে আমাদের অন্য দাগে সম পরিমাণে জমি ভোগদখল করে যাচ্ছেন। তাই আমরা এই জমি ভোগদখল করছি। তবে গাছ বিক্রির সত্যতা স্বীকার করে বলেন ৭০-৮০হাজার টাকা গাছ বিক্রি করেছি।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ ফখরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply