
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির উদ্যােগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।
খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে অংশ গ্রহণ করেন। তবে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ধুলিয়ামধ্যেচর গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রনেতা বর্তমান যুবনেতা সাইদুর রহমান ফরিদ এর নেতৃত্বে আসা মিছিলটি নজর কেড়েছে অনেকের। স্বল্প সময়ে তার ডাকে সাড়া দিয়ে মিছিলে বিভিন্ন পেশাজীবি শত শত মানুষ অংশ গ্রহণ করে। মিছিলে আসা কেউ কেউ বলছেন সাইদুর রহমান ফরিদ ভাই এলাকায় সবার প্রিয় ব্যক্তিত্ব। দলের একজন নিবেদিত এবং আদর্শিক ব্যক্তি। তার ডাকে সাড়া দিয়ে আমার মতে অনেকেই মিছিলে এসেছি।
পরে উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বে সকাল সাড়ে ১১টায় বিএনপির পার্টি অফিস (ঘোষ্টপট্টি) থেকে শোভাযাত্রাটি বের হয়ে পাতারহাট বন্দরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
Leave a Reply