
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি//আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী রাজিব আহসান এর বিজয় নিশ্চিত করতে মুখিয়ে আছে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।
নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ হারুন অর রশিদ মৃধার নেতৃত্বে চলছে বিরামহীন প্রচার প্রচারণা।
গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে অফিসমুখি হচ্ছে সেখানকার নেতাকর্মীরা। নেতাকর্মীদের সরব উপস্থিতি জানান দিচ্ছে কতটা আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তাদের মনে।
স্বরেজমিনে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে দেখা যায় নেতাকর্মীদের সরব উপস্থিতি।
এই বিষয়ে হারুন অর রশিদ মৃধা বলেন, রাজিব আহসানকে বিজয় করতে এখানকার বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা মুখিয়ে আছে। আমাদের নেতাকর্মীরা সকাল -বিকাল মানুষের দ্বারে দ্বারে ঘুরে প্রচার প্রচারণা চালান আর সন্ধ্যা হলেই সবাই অফিসমুখি হচ্ছেন। বিনা নোটিশেই সরব উপস্থিতি। আমরা ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণায় গেলে মানুষের কাছে ভালো সাড়া পাই। মানুষ রাজিব আহসানকে এক নামে চিনেন যার ফলে আমাদের বাড়তি সুবিধা হচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক জাকির হোসেন রাঢ়ী, হাকিম খলিফা, ফারুক মাঝি, নাগর ব্যাপারী,
ইউনুস চৌকিদার, যুবদলের যুগ্ম-আহবায়ক খবির রাঢ়ী, স্বেচ্ছাসেবক দল নেতা মনির রাঢ়ীসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সবাই একযোগে মাঠে কাজ করার অঙ্গীকার করেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।
Leave a Reply