মেহেন্দিগঞ্জ ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।
আপডেট সময় :
মঙ্গলবার, ১৭ মে, ২০২২
২২৮
০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ ১৭ মে মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক, লতা, বিদ্যানন্দপুর, জয়নগর, চরএককরিয়া ও গোবিন্দপুর(৬টি) ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন(চরমোনাই) ও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ২৮ জন প্রার্থী, সাধারণ আসনে (ইউপি সদস্য) পদে ২০৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৬৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ১৯ মে প্রার্থীদের যাচাই-বাছাই শেষে ২৭ মে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। ১৫ ই জুন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন কর্মকর্তা।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply