হিজলার ধুলখোলায় নির্বাচনত্তোর স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা, মাছের ঘাট ভাংচুর।
-
আপডেট সময় :
বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
-
২৭০
০ বার সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি //
হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচনত্তোর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
নব নির্বাচিত চেয়ারম্যান মাওঃ জসিম উদ্দিন আহমেদ এর ক্যাডাররা এ হামলা চালায়।
গত সোমবার সন্ধা আনুমানিক ৭টার সময় পালপাড়ার গ্রামের বাসিন্দা আঃ জলিল চৌকিদার’র ছেলে রমিজ উদ্দিন চৌকিদার কে হত্যার উদ্দ্যেশ্যে এলোপাতাড়ি দোকানের ঝাপের লাঠি দিয়ে পিটানো হাটু ও কোমড়ে আঘাত করা হয়, এবং রমিজ উদ্দিন’র স্ত্রী লালমতি কে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে কোমড়ে ও মাথায় আঘাত করা হয়, যার ফলে মাথায় একাধিক সেলাই দেওয়া হয়।

বর্তমানে রমিজ উদ্দিন চৌকিদার ও তার স্ত্রী লালমতি মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ ও ৩১ নাম্বার বেডে গুরতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
কে বা কাহারা এই হামলা করেছে? এই প্রশ্নের জবাবে রমিজ উদ্দিন চৌকিদার বলেন, বহিরাগতদের তো আমি তেমন চিনি না, তবে পূর্ব সলদীর হেলাল উদ্দিন কাজি’র ছেলে গিয়াস উদ্দিন কাজি, শফিক সরদার, লিটন মাঝি, আমানুল্লাহ মাঝি, বাছেদ ফকির সহ আরো প্রায় ২০-২৫ জন এসে আমার দোকান ভাঙ্গচুর করে, আমি প্রতিবন্ধী, আমার উপর হামলা চালায়, আমাকে রক্ষা করতে আমার স্ত্রী আসলে তার উপরও হামলা চালায় তারা এবং এক পর্যায়ে আমার স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে পরে যায়।
তবে এখানেই ক্ষ্যান্ত যান নাই তারা, পাশ্ববর্তী অন্যান্য বাড়িতে হামলা চালিয়েছে, অনেক কে তাড়া করেছেন, তারা দৌড়ে পালাতে পারলেও আমি প্রতিবন্ধী থাকার কারনে আমার উপর এই হামলা চালিয়েছে।
এ ব্যাপারে নব নির্বাচিত চেয়ারম্যান মাওঃ জসিম উদ্দিন আহমেদ’র সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি।
তবে এ ব্যাপারে বিদ্রোহী প্রার্থী মোঃ জামাল উদ্দিন ঢালী বলেন, গতোকাল সন্ধায় আমার মাছের ঘাটে আগুন দিয়েছে, আমার মাছের ঘাট ভাঙ্গচুর করেছে, এসব করেও থেমে নেই তারা, আমার কর্মী সমর্থকদের উপর বর্বরোচিত হামলা করা হয়েছে, আমি এর সুষ্টু বিচার চাই। এভাবে চলতে থাকলে আমরা হয়তো এলাকায় থাকতে পারবো না।
এ ব্যাপারে হিজলা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমি এরকম কোন ঘটনা শুনিনি, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply