লঞ্চের আগুনে নিহতের পরিবার দেড় লাখ টাকা পাবে : প্রতিমন্ত্রী
আপডেট সময় :
শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
২৩১
০ বার সংবাদটি পড়া হয়েছে
দৈনিক একুশের সময় ডেস্ক //
ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে সরকার দেড় লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৪ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা করে সহায়তা দেব আমরা। এছাড়া, জেলা প্রশাসন ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার দুপুর পর্যন্ত লঞ্চ ও নদী থেকে ৩৭ জনের মরদেহ উদ্ধারের খবর দিয়েছে স্থানীয় প্রশাসন। আহত ও দগ্ধ অবস্থায় অন্তত ৭২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই অগ্নিকাণ্ডের খবরে সকালেই ঢাকা থেকে ঝালকাঠিতে যান প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। ঘটনা তদন্তে ইতোমধ্যে ৭ সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহণ মন্ত্রণালয়।
অভিযান-১০ লঞ্চের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, নিরাপত্তা ব্যবস্থা না থাকলে ফিটনেস সার্টিফিকেট থাকার কথা না। এই লঞ্চটির ২০২২ সাল পর্যন্ত ফিটনেস সার্টিফিকেট ছিল। ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো দুর্বলতা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply