লঞ্চ থেকে লাফিয়ে সস্ত্রীক প্রাণে বাঁচলেন পাথরঘাটার ইউএনও
আপডেট সময় :
শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
৩৬৬
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক //
ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগায় লাফিয়ে পড়ে স্ত্রীসহ প্রাণে বাঁচলেন বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ।
তিনি ওই লঞ্চের ভিআইপি কেবিনের যাত্রী ছিলেন।
লঞ্চ থেকে লাফিয়ে বাঁচার সময় তার স্ত্রী উম্মুল ওয়ারার ডান পায়ে আঘাত পেয়েছেন। তারা দুজনেই ঝালকাঠি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ মোবাইল ফোনে সাংবাদিকদের কে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘অফিসের কাজ শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই লঞ্চে বরগুনা যাচ্ছিলাম। রাত ৩টার দিকে লঞ্চে অন্য যাত্রীদের চিৎকারে ঘুম ভাঙে। তখন চারদিকে ধোঁয়া আর ধোঁয়া।’
‘লঞ্চটি সেসময় নদীর মাঝখানে অবস্থান করছিল’ উল্লেখ করে তিনি আরও বলেন, অনেককেই নদীতে লাফিয়ে বাঁচতে চেষ্টা করতে দেখা যায়। আমরাও নদীতে লাফ দিতে গিয়ে লঞ্চের তৃতীয় তলা থেকে দোতলায় পড়ে যাই।’
‘তখন আমার স্ত্রী উম্মুল ওয়ারার ডান পায়ে ব্যথা পান। স্থানীয়রা নদী থেকে আমাদের উদ্ধার করে ঝালকাঠি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান।’
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply