হিজলার ধুলখোলার নির্বাচন নিয়ে ভোটারদের শঙ্কা! বহিরাগতদের ভয়ে বিদ্রোহী প্রার্থী।
-
আপডেট সময় :
বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
-
৩৪৩
০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক //
নির্বাচন নিয়ে নির্বাচনী এলাকায় প্রত্যেক টা মানুষের মধ্যে ঈদের আমেজ থাকলেও, কোন আমেজ দেখা যাচ্ছে না বরিশাল জেলার হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের নির্বাচন নিয়ে।
কিন্তু ধুলখোলা ইউনিয়নের নির্বাচন নিয়ে আরো শঙ্কায় রয়েছে সাধারণ ভোটার। ধুলখোলা ইউনিয়নের আওয়ামী লীগের পূর্বের অভ্যন্তরীণ কোন্দল থাকার কারনে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজমান।
বিভিন্ন সূত্রে জানা যায়, ধুলখোলা ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমান নৌকার মনোনীত প্রার্থী মাওঃ একেএম জসিম উদ্দিন ও বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক’র মোঃ জামাল উদ্দিন ঢালী এদের মধ্যে পূর্ব থেকেই রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল চলে আসছিলো৷ তারই সূত্র ধরে নির্বাচনী মাঠে চলছে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক।
গোপন সূত্রের ভিত্তিতে আরো জানা যায় যে, মাওঃ জসিম উদ্দিন আহমেদ’র কিছু ক্যাডার বাহিনী ও বহিরাগতদের প্রবেশ করিয়ে নিজ আধিপত্য বিস্তার করার প্রচেষ্টায়, অন্য দিকে বিদ্রোহী প্রার্থী মোঃ জামাল উদ্দিন ঢালী’র কর্মী ও সমর্থকেরা ভয় বা আতঙ্কে রয়েছে। নির্বাচনী প্রচার প্রচারণার কাজে প্রকাশ্যে বাধা না দিলেও নানান ধরনের কটুক্তি মূলক কথাবার্তা থেকে রেহাই পায় না বিদ্রোহী প্রার্থীর নেতাকর্মীগন।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, মাওঃ জসিম উদ্দিন আহমেদ এর কর্মী সমর্থকদের হেয় ও কটুক্তি মূলক বাক্যের কারনে সাধারণ জনগণ খুব ভয় বা আতঙ্ক নিয়ে রয়েছে, এমনকি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মতো পরিস্থিতি থাকবে কি না, তাও রয়েছে শঙ্কায়।
সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায় যে, এলাকায় বর্তমান অবস্থা খুবই নাজুক, ভোটের পরিবেশ নেই বললেই চলে, সর্বদা মনে হয় থমথমে অবস্থা, নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানিয়েছে যে, মাওঃ জসিম উদ্দিন আহমেদ এলাকায় আধিপত্য বিস্তার করার লক্ষ্যে যা যা করনীয়, তাই তিনি করছেন, এবং নির্বাচনের দিন কি যে হয়, আমরা সবাই সেই ভয়ে আছি, ঠিক মতো কাজে যেতে পারি না, তার মিছিল মিটিংয়ে থাকা লাগে, না থাকলে অন্য লোকজন দিয়ে গালমন্দ করার, দেখে নেওয়ার হুমকি দেয়, আমরা এখন বিপাকে, কি করবো, ভেবে পাই না।
এ বিষয়ে মাওঃ জসিম উদ্দিন আহমেদকে মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি, তবে মোঃ জামাল উদ্দিন ঢালীর সাথে আলাপকালে তিনি জানান, আমি বিদ্রোহী প্রার্থী, আমার কর্মী ও সমর্থকেরা খুব ভয় ও আতঙ্কে রয়েছে। এছাড়া মোঃ জামাল উদ্দিন ঢালী আরো অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ চোখে পড়ার মতো। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাইবো, যেনো ভোটাররা কেন্দ্রে গিয়ে সুষ্টু ভাবে ভোট প্রদান করতে পারে।
এ ব্যাপারে হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ’র কাছে জানতে চাওয়া হলে তিনি মুঠোফোনে জানান, আমার কাছে এখনও কোন অভিযোগ আসে নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো, এবং একজন ম্যাজিস্ট্রেট রয়েছে নির্বাচনের জন্য।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply