সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিজস্ব ভূমি না থাকার কারণে হচ্ছেন না পুলিশের চাকরি
-
আপডেট সময় :
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
-
২৬২
০ বার সংবাদটি পড়া হয়েছে

রোমান হোসেন নোমান //
বরিশাল জেলার হিজলা উপজেলার খুন্নাগোবিন্দপুর গ্রামে মৃত শফিকুল ইসলামের মেয়ে আসফিয়া বেগম। বরিশাল পুলিশের শূন্য পদে কনস্টেবল নিয়োগে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পঞ্চম স্থান অধিকার করার পরেও নিজস্ব জমি না থাকার কারণে হচ্ছেন না তার পুলিশের চাকরি।
এ ব্যাপারে আশফিয়া বেগম জানান বাবা মারা গেছে অনেক আগেই তিন বোন,এক ভাই ও মাকে নিয়ে আমাদের পরিবার ২০২০,সালে হিজলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করি,১৫ বছর যাবত অন্যের জমিতে আশ্রিত হিসেবে থাকি,আমাদের নিজস্ব জমি না থাকার কারণে। ভাই ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে তার উপার্জিত অর্থ দিয়েই কষ্ট করে চলে আমাদের সংসার।
আমি বরিশাল পুলিশ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করি এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার লাভ করি। কিন্তু বিধিবাম ৮ই নভেম্বর পুলিশ (ভেরিফিকেশন) গোয়েন্দা রিপোর্ট জমা দেন হিজলা থানার উপ-পরিদর্শক এসআই আব্বাস সেখানে আসফিয়া বেগম ভুমীহিন বলে উল্লেখ করা হয়। সরকারি আইন অনুযায়ী নিজস্ব জমি না থাকার কারণে হচ্ছেন না তার চাকরি,তাহলে রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা আমি এতদিন ভোগ করলাম কিভাবে বলে ক্ষোভ প্রকাশ করে এই যুবতী।
এ ব্যাপারে বরিশাল ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন রাষ্ট্রীয় আইন অনুযায়ী দেশের কোথাও নিজস্ব জমি না থাকলে চাকরি হওয়ার বিধান নেই। বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম বার বলেন সকল যোগ্যতা থাকার পরও মেয়েটির চাকরি হচ্ছে না এটা দুঃখজনক তবে মেয়েটির যাতে চাকরি হয় সে ব্যাপারে আমরা চেষ্টা করব।
বরিশাল জেলা প্রশাসক ডিসি জসিম উদ্দিন হায়দার বলেন মেয়েটির জন্য প্রধানমন্ত্রীর ভূমিহীনদের বরাদ্দকৃত ঘর থেকে একটি ঘর দিয়ে হলেও তার চাকরি হওয়ার জন্য চেষ্টা করব।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply