
স্টাফ রিপোর্টার ::
দৈনিক মতবাদ পত্রিকার সাংবাদিক শিকদার মাহাবুবকে সভাপতি ও অনলাইন পোর্টাল বরিশাল নিউজের সাংবাদিক মো. গিয়াস উদ্দিনকে সাধারন সম্পাদক করে বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদ-এর নবনির্বাচিত কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে (ব্লেস পার্ক) অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত সংগঠনের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির কথা জানানো হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হলেন- সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান বাপ্পি(দৈনিক আজকের বার্তা),সহ সভাপতি কাজী তোহা(দৈনিক সংবাদ সকাল),সহ সভাপতি সাইদুর রহমান(দৈনিক বিপ্লবী বাংলাদেশ), মর্জিনা বেগম যুগ্ম সাধারন সম্পাদক(দৈনিক সকালের বার্তা), যুগ্ম সাধারন সম্পাদক এম. মনির হোসেন(দৈনিক বাংলাদেশ বুলেটিন), যুগ্ম সাধারন সম্পাদক রাতুল আহমেদ (দৈনিক বাংলার বনে), সাংগঠনিক সম্পাদক ফয়সাল রাকিব(দৈনিক সত্য সংবাদ),দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম খোকন(দৈনিক দেশ সংবাদ), ক্রীড়া সম্পাদক তানজিল হোসেন(দৈনিক সকালের বার্তা), রেদোয়ান রনি অর্থ বিষয়ক সম্পাদক(দখিনের ক্রাইম),স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বায়জীদ আহমেদ(দৈনিক আমাদের বরিশাল),শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব(পিপলস নিউজ),সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ(দৈনিক ভোরের দর্পন), আইন বিষয়ক সম্পাদক বায়জিদ পান্নু(বরিশালের আলো), প্রযুক্তি ও কল্যান সম্পাদক সুমাইয়া জিসান(দৈনিক প্রথম সকাল), মানবধিকার বিষয়ক সম্পাদক মো. নাসির (দৈনিক দখিনের মুখ),কার্য নির্বাহী সদস্য বিপ্লব আহমেদ (দৈনিক শাহনামা),খান মাইনউদ্দিন(কালবেলা),মাসুদ রানা(দৈনিক প্রতিদিনের সংবাদ),এম.কে রানা(দৈনিক ভোরের কাগজ), আনিচুর রহমান(যমুনা টিভি), সদস্য তন্ময় তপু(দৈনিক যুগান্তর),এস.এন পলাশ(দৈনিক দেশ জনপদ),আব্দুর রহমান(দৈনিক দক্ষিণাঞ্চল),মো. কাওসার (দৈনিক বাংলাদেশ বাণী)।
Leave a Reply