
বিশেষ প্রতিনিধি ঃ
মেহেন্দিগঞ্জ উলানিয়া উওর ও দক্ষিণ ইউনিয়নের ইউপি পরিষদ নির্বাচনে নৌকায় ভোট চাইলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোহাম্মদ ইউনুস। শনিবার সকাল ১১টায় উত্তর উলানিয়া ইউনিয়নের উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আ’লীগের মহান বিজয় দিবস উৎযাপন কমিটির উদ্যোগে এবং বিকাল সাড়ে ৩টায় দক্ষিন উলানিয়া ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী কাজী আব্দুল হালিম চৌধুরী মিলন’র উঠান বৈঠকে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আরো বলেন, উলানিয়ার বহুল প্রত্যাশিত এ নির্বাচন সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী, দূর্নীতিবাজ ও ভূমিখেকোদের বিরুদ্ধে । আর এ নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোন প্রকার সহিংসতা করার চেষ্টা করলে জেলা আওয়ামীলীগ শক্তহাতে তা প্রতিহত করবে।তিনি আরো বলেন,যে বা যাহারা দলীয় পদ পদবি ব্যবহার করে এখনো নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন,তাদেরকে দল থেকে বহিষ্কারের হুশিয়ারি দেন। নির্বাচনটি অবাধ নিরপেক্ষ করার জন্য প্রশাসনের প্রতি তিনি আহবান জানান।
Leave a Reply