ফরচুন বরিশাল ক্রিকেট টিমের শুভ কামনায় বরিশালবাসীর মটরবাইক শোভাযাত্রা।
আপডেট সময় :
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
২৩১
০ বার সংবাদটি পড়া হয়েছে
মো: রাকিব হাওলাদার ::
চার বছর পর বরিশালবাসী আবারও দল পেল ফরচুন সু-এর মাধ্যমে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফরচুন বরিশাল টিমের শুভ কামনায় শোভাযাত্রা ও মোটর সাইকেল শোডাউন করেন বরিশাল ক্রিকেট প্রেমীরা।
অাজ (২০ নভেম্বর) বরিশালে প্রায় ৩শ মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে প্রায় দেড় হাজার ক্রিকেট প্রেমীরা একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত করেন।
এসময় শোভাযাত্রাটি রুপাতলী বাস স্টান্ড থেকে শুরু করে বরিশালের বিভিন্ন স্থানে ফরচুন বরিশাল দলের শোডাউন করেন।
পরে ফরচুন কোম্পানি ও ফরচুন বরিশাল টিমের কর্নধার মোঃ মিজান এর সাথে বরিশাল বিমানবন্দর (এয়ারপোর্ট) সৌজন্য সাক্ষাৎ করে ক্রিকেট প্রেমীরা।
পরবর্তীতে এয়ারপোর্ট থেকে রুপাতলী এসে শোভাযাত্রাটির সমাপ্তি ঘটে।
এই পুরো শোভাযাত্রাটি নেতৃত্ব দেয় বরিশালের কৃতি সন্তান অারিফুল ইসলাম সুমন।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল নগরবাসী এবং বরিশাল মিডিয়া হাউজের সাংবাদিকবৃন্দরা
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply