কোতয়ালী পুলিশের বিশেষ ভূমিকায় মিথ্যা মামলা থেকে রক্ষা পেলেন যুবক।
-
আপডেট সময় :
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
-
২৪০
০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ ভূমিকায় মামলা থেকে রক্ষা পেলেন যুবক।
জানা যায়, কোতয়ালী থানাধীন নানীবুড়ি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা টিএস আই বারেক হাওলাদারের নেতৃত্বে গতকাল সন্ধায় কোর্ট মসজিদ এর সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই যুবককে
৭পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকের পরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
টি এস আই বারেক সাংবাদিকদের জানান, একটি ফোন নাম্বার থেকে কল করে তাদের জানানো হয় দুই যুবক ইয়াবা বহন করছে। এমন গোপন সংবাদের
সূত্র ধরে অভিযান চালিয়ে রিপন (২৫) ও ছদ্মনাম রাসেদ (২৮) নামে দুই জনকে তল্লাশি করে তাদের বহনকৃত মটরবাইকের সীটের নিচ থেকে ৭ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
পরে জিজ্ঞেসা বাদে জানা যায়,ওই দুই যুবক কোন মাদকের সাথে সম্পৃক্ত নেই। তাদেরকে পূর্বের শত্রুতার জের ধরে ইয়াবা দিয়ে ফাঁসানোর জন্য চেষ্টা করা হয়েছে। তাছাড়া দুই যুবকের বিরুদ্ধে স্থানীয়রা ভালো বলেছে। পরবর্তীতে বিষয়টি সন্দেহ হলে কোতয়ালী মডেল থানায় তাদের হস্থান্তর করা হয়।
এদিকে পুলিশ আরো জানান,পরবর্তীতে সূত্রে টিএসআই বারেক একাধিক বার ওই গোপন নাম্বারটিতে কল দিলে রিসিভ না করায় সন্দেহ হয় এবং ফোনটি বন্ধ করে রাখেন। পরে কোতয়ালী থানার ইনর্চাজ (ওসি) নুরুল ইসলাম ও সরকারী পুলিশ কমিশনার (এসি) রাসেল এর বিশেষ ভুমিকায় তদন্তকালে বেরিয়ে আসে আরো চাঞ্চল্যকর তথ্য।যা পরিকল্পিত ভাবে ওই দুই যুবকে ফাঁসানোর জন্য একটি চক্র উঠেপরে লেগেছে।
এবিষয় কোতয়ালী মডেল থানা (ওসি) ইনর্চাজ নুরুল ইসলাম বলেন, সোর্স ওই যুবকটিকে ফাঁসানোর জন্য একটি নাটক তৈরি করে ছিলো। কোন নিরীহ লোক পুলিশদ্বারা হয়রানীর শিকার হবে না। বিষয় প্রথমে শুনেয়ই আমার উর্ধ্বতন কর্মকর্তা ও আমার সন্দেহ হয়। পরে তদন্ত করে দেখা যায় ছেলেটি নির্দোষ। আমরা ওই অজ্ঞাতনামা সোর্স ব্যক্তিটিকে খুঁজতেছি। সোর্সের বিরুদ্ধে আইন কানুন ব্যবস্থা গ্রহন করা হবে।
তবে স্থানীয়রা জানান, (ছদ্মনাম) রাসেদ ও রিপনকে পূর্বের শত্রুতার জের ধরে কোস্টগার্ডে অস্থায়ী সাবেক মাঝি রুবেল, গোলাম হোসেন দুদু, হাসান,রেজাউল, সহ একাধীক ব্যক্তি নাটক সাজিয়ে ধরিয়ে দিতে পারে বলে সূত্রটি জানান।
তাছাড়া পুলিশের এমন ভূমিকা ও সু -নিদিষ্ট তদন্তকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply