বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে আজ বুধবার সকাল অনুমানিক ১০, ঘটিকায় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাইশমা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ভোলাগামী এমভি ফারহান- ফাহিম নামক একটি মাঝারী ধরনের জাহাজ মেঘনা ফ্রেসের ৩,৭২০ বস্তা চিনি নিয়ে যাওয়ার সময় ডুবোচরে লেগে প্রায় ৮০% পানির নীচে ডুবে যায়।
সংবাদ পেয়ে তাৎক্ষনিক নদীতে টহলরত হিজলা নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে জাহাজে থাকা স্টাফকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।
এসময় পুলিশ ট্রলারে থাকা চিনিগুলো থেকে প্রায় ৩০০ বস্তা চিনি উদ্ধার করেছে, বাকী চিনির বস্তা ট্রলারসহ পানিতে ডুবন্ত অবস্থায় রয়েছে। এ ব্যাপারে হিজলা নৌ পুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র দে জানান ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়ার সাথে সাথেই তিনি টিম নিয়ে সেখানে উদ্ধার কাজে অংশগ্রহণ করেন এবং সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে হিজলা নৌপুলিশ। ট্রলারে থাকা কোন লেবাদের প্রন হানি হয়নি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমভি ফারহান-ফাহিম এর মালিক মোঃ হোসেন জানান জাহাজ দুর্ঘটনায় আমি প্রায় দেড় কোটি টাকার আর্থীক ক্ষতিগ্রস্ত হয়েছি এখনো ট্রলার পানির নিচে আছে ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply