
ঝালকাঠি জেলার সদর উপজেলার ০৩ নং নবগ্রাম ইউনিয়নের কাফুরকাঠি গ্রামের নরেশ হালদার গতো ৮/১১/২০২০ ইং রোজ রবিবার রাত ২ঃ৫০ মিনিটের সময় হটাৎ হার্ট এর্টাক করে মারা যান।
জানা যায়, নরেশ হালদার শারিরীক ভাবে সুস্থতার সহিত জীবন যাপন করে আসছিলেন । কিন্তু রোববার রাতের বেলা হটাৎ অসুস্থ হলে তাৎক্ষনিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পূর্বেই নিজ বাসায় মৃত্যু বরণ করেন।

মৃত্যুকালে নরেশ হালদার স্ত্রীসহ ৩ সন্তান রেখে যান, বড় ছেলে সুশান্ত হালদার, মেজো ছেলে জয়ন্ত হালদার, ছোট ছেলে সুমন্ত হালদার।
Leave a Reply