
স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার জলাবাড়ি ইউনিয়নের পূর্ব জৌসায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে গত ১০ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে অবসরপ্রাপ্ত এক পুলিশ নিহত হয়েছে।
নিহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলাম মোল্লা (৬২) নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জলাবাড়ি ইউনিয়নের পূর্ব জৌসার সরকার বাড়ি এলাকার হরমুজ মোল্লার পুত্র।
নিহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলাম মোল্লার ছেলে মোঃ রিপন মোল্লা বাদী হয়ে ৪ জন আসামি এবং ৭/৮ জন অজ্ঞাতনামা আসামি করে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যাহার মামলা নং ০১/৯২।
আসামিরা হলেন ১। মোঃ নাহিদ (২৪) পিতা- নুর হোসেন, ২। মোঃ রনি(৩২), পিতা- গফুর ৩। মোঃ রাজু (২৮), মোঃ জুয়েল (৩৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায় আসামিরা ম্যাজিক গাড়ি, (লেগুনা) ইজিবাইক চালক ও শ্রমিক। নিহতের ভাতিজা মোঃ মামুন শরীফ তাহার ইজিবাইক(লেগুনায়) যাত্রী উঠানো কেন্দ্র করে ১ নং আসামি মোঃ নাহীদের সাথে কথার কটাকাটি হলে নাহীদ উত্তেজিত হয়ে মারপিট শুরু করে।
উক্ত মারপিট দেখে ছাড়াতে গিয়ে জাবেদ আলী মোল্লা মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। ভাইকে বাঁচানোর উদ্দেশ্য নুরুল ইসলাম মোল্লা সামনে অগ্রসর হলে আসামিরা নুরুল ইসলাম মোল্লার উপর অর্কিত হামলায় চালিয়ে তাকে মেরে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান।
পরে রাত সাড়ে ৮ টার দিকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলাম মোল্লাকে রাস্তার পাশে ঝোপের ভেতর পড়ে থাকতে দেখে তার স্ত্রী এবং আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. বুলবুল জানান, নিহত নুরুল ইসলাম মোল্লাকে গত ১০ সেপ্টম্বর রাতে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
ঘটনার আহত প্রত্যাক্ষ স্বাক্ষী জাবেদ আলী মোল্লা বলেন মামুনকে মারধর করতেছে শুনে মারধর ছাড়াতে গিয়ে ১ং আসামি নাহিদ আমার মাথায় দা দিয়ে কোপ দেয় আমি সাথে সাথে মাটিতে শুয়ে পরি আমাকে ভাই ( নুরুল ইসলাম মোল্লা) বাঁচাতে আসলে তাকে ৪/৫ ঝাঁপতে ধরে কিল, ঘুসি দিয়ে মাটিতে ফেলে পারিয়েছে। পরবর্তী ঘটনা আমার মনে নেই তার পরে আমি অজ্ঞান হয়ে পরেছি।
নিহিত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলাম মোল্লার ছেলে মোঃ রিপন মোল্লা তার বাবার মৃত্যুর ঘটনা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, আমার বাবাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে যা অত্যান্ত দুঃখ জনক। একজন পুলিশ সদস্যকে নির্মম ভাবে লোকজনের সামনে হত্যা করা হয়েছে কেউ প্রতিবাদ করেনি। মৃত্যুর পরে লাশ দীর্ঘ ক্ষন ধরে কলা গাছের ঝোপের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনা স্থলে আমাদের পরিচিত ভিতর ৪/৫ জন ছিলো রফিক, জাফর, জাকির, মামুন তারাও আমার বাবার মৃত্যুর সাথে জরিত ছিলো। তাদের সহযোগিতা ছাড়া দুর থেকে লোকজন এসে তাদের সামনে আমার বাবাকে কিভাবে মেরে চলে যায়। মামালা সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবী জানাই।
জলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিষ বড়াল জানান, স্থানীয় ইজিবাইক চালানোর বিরোধকে কেন্দ্র করে পূর্ব জৌসার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলাম মোল্লা মারা গেছে ঘটনা শুনেছি তা অত্যান্ত দুঃখ জনক। তিনি আমার খুব পরিচিত এবং ভালো লোক ছিলেন। তার মৃত্যুর সাথে যারা জরিত সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচার করা হোক।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোঃ হাসান বলেন, এ ঘটনায় জড়িতদের ভিতরে মোঃ জুয়েল নামে একজনক আসামিকে আটক করা হয়েছে অন্যান্য আসামিদের আটকের চেষ্টা চলছে এবং মামলাটি তদন্তদিন অবস্থায় রয়েছে।
Leave a Reply