মেহেন্দিগঞ্জে ডাকাতের নেতা অপবাদ’র প্রতিবাদে যুবলীগ নেতা মোশারফ’র সংবাদ সম্মেলন!
-
আপডেট সময় :
সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
-
১৮৭
০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //
মেহেন্দিগঞ্জে মিথ্যা অপবাদের শিকার হয়েছেন মোশারফ হোসেন আকন নামের এক যুবলীগ নেতা । ডাকাতির ঘটনা ধামাচাপা দিতে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদ রটিয়ে সংবাদ প্রকাশ করার ঘটনায় সংবাদ সম্মেলন করে তার প্রতিবাদ জানিয়েছেন তিনি । ডাকাতদলের মদদদাতা এবং তাদের কাছ থেকে মাসোয়ারা পাওয়ার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা অপবাদ ছাড়া কিছুই নয় বলে দাবী করেন যুবলীগ নেতা ইউপি সদস্য মোশাররফ হোসেন আকন ।
সাংবাদিকদের কাছে দলের স্বার্থে ষড়যন্ত্রকারী এবং প্রতিপক্ষদের নাম বলেননি তিনি।
মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেম্বার মোঃ মোশাররফ হোসেন আকন এসময় দাবি করেন, দীর্ঘ ১০ বছর সুনামের সাথে তিনি ইউনিয়ন যুবলীগের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে থানায় ডাকাতি কিংবা অন্য কোন মামলা নেই, তবুও তাকে ডাকাতের নেতা বানানো হয়েছে।
সমাজে হেয় প্রতিপন্ন ও হয়রানিসহ নিজ দলে সমালোচিত করতে প্রতিপক্ষরা এসব ছড়াচ্ছে বলেও দাবি করেন যুবলীগ নেতা মোশাররফ হোসেন আকন। দলে নিজের অবদানের কথা উল্লেখ করে বলেন, জামায়াত বিএনপি জোট সরকারের আমলে মামলা-হামলার শিকার হয়েছিলেন, দলের অভ্যান্তরিন দ্বন্দ্বে হামলা-মামলায় হয়রানিসহ ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত হয়েছেন। দলের সকল আন্দোলন সংগ্রামসহ সাংগঠনিক কর্মকান্ডে অংশ গ্রহণ করেছিলেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোহাম্মদ ইউনুস এবং মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক শাহাব আহমেদ এর আদর্শের রাজনীতি করেন তিনি , সাংবাদিকদের ভুল তথ্য উপাত্ত দিয়ে সংবাদ প্রকাশ করিয়ে দলের নেতাদের কাছে তাকে অপরাধী বানিয়েছেন বলে দাবী করেন, তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করার দাবি করেন এবং তাকে দায়মুক্তি দিয়ে দলে ফিরিয়ে নেওয়ার জন্য করজোড়ে হাত তুলে নেতাদের প্রতি অনুরোধ করেন।
এও বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন, সে সুযোগ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত স্থানীয় একটি মহল। দলীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি বিবেচনা করার। এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে থানা পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, আমি পূর্বেও চোর-ডাকাতের বিরুদ্ধে থেকে প্রশাসনকে সহায়তা করেছি এবং আগামীতেও এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে অপরাধিদের বিরুদ্ধে থেকে প্রশাসনকে সহায়তা করে যাবো। গতকাল সকালে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের মাঝেরচর স্কুল কাম সাইক্লোন সেন্টারে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেখানে বিভিন্ন পত্রিকার মেহেন্দিগঞ্জে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply