এম. রাকিব মাহমুদ//
গত ১৩ ইং জুন রাতে মেহেন্দিগঞ্জের ১১নং চানপুর ইউনিয়নের ঝোড়খালী গ্রামের একই বাড়ির ৩ টি ঘর আগুনে পুরে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারেকে সমবেদনা জানাতে ও তাদের খোজখবর নিতে সেখানে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জাব্বার।
এসময় অধ্যাপক আব্দুল জাব্বার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।
প্রাথমিক প্রয়োজন পুরনের জন্য পরিবার গুলোর মাঝে তিনি আর্থিক অনুদান প্রদান করেন। অবশেষে ক্ষতিগ্রস্তদের জন্য আল্লাহর কাছে সহায়তা কামনা করে দোয়া করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা মজলিশে শুরা সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহীদুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলীল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১নং চানপুর ইউনিয়ন আমীর মো: রিয়াজ উদ্দিন, নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল জাব্বার, সেক্রেটারি মাওলানা আব্দুজ জাহের, মাস্টার আব্দুজ জাহের, ইসমাঈল সিকদার, হারুনুর রশীদ দেওয়ান প্রমুখ।
Leave a Reply