কাজিরহাট প্রতিনিধি// বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম রতনপুর গ্রামের সপ্তম শ্রেণী ছাত্রী,সদ্যনাম সুমিকে শীলতা হানির ঘটনা ঘটায় একই এলাকার বখাটে তানিম।
থানা সূত্রে জানা যায় ২৯ /৬/২০২৫ রোজ রবিবার আনুমানিক বিকেল পাঁচটায় সপ্তম শ্রেণীর ছাত্রী সুমি মুলাদি থানার কাজির চর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথ মাঝে শাহেদুল ঠেডার বাড়ির সংলগ্নে দক্ষিণ পাশে আনুমানিক বিকেল পাঁচটায় ইটের সোলিং এর রাস্তায় মেয়েটাকে তানিম পথ রুদ্ধ করে তার গায়ে হাত দিয়ে শীলতাহানীর ঘটনা ঘটায়। এবং বলে আমার কথায় তুই আমার প্রস্তাবে রাজি না হলে তোকে হত্যা করে ফেলব। সপ্তম শ্রেণীর ছাত্রীর ডাক চিৎকার শুনে এলাকার লোকজন দৌড়াইয়া আসলে তানিম পালিয়ে যেতে সক্ষম হন।
মেয়ের বাবা রুহুল আমিন চৌকিদার জানান আমার মেয়েকে তানিম এক বছর পর্যন্ত ও প্রস্তাব দিয়ে বিদ্যালয় যাওয়ার পথে উত্তপ্ত করেন। আমি বিভিন্ন লোকের কাছে বিচার দিলেও কোন আইনি সহায়তা পায়নি।
এই ঘটনা ধারাবাহিকতায় রুহুল আমিন কাজিরহাট থানায় সনাপন্ন হয়ে একটি মামলা দায়ের করেন। এবং তাহার কন্যা সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে পুলিশের সহযোগিতায় আদালতে ২২ দ্বারা জবানবন্দি করে।
কাজিরহাট থানার মামলা তদন্তকারী কর্মকর্তা আজ ঘটনা স্থলে তদন্ত করতে গেলে। তাহার সম্মুখে বিবাদীরলোকজন রুহুল আমিন কে মামলা তোলার হুমকি দেন। বর্তমানে ভিকটিম নিরাপত্তাহীন ভুগছে।
এলাকার লোকজনের জোরালো দাবি ঘটনা২৪ ঘন্টা পেরিয়ে গেলেও মামলার তদন্ত কর্মকর্তা তানিম কে গ্রেফতার করতে পারেনি।
এলাকা সূত্রে জানাজায় তানিন দীর্ঘদিন এলাকায় বিভিন্ন অপকর্মের জড়িত,তাহার ভয়ে ইস্কুলে পড়ুয়া কোমলমতি ছাত্রীরা নিরাপত্তা হীনতায় আছে। এলাকাবাসী আরো জানান তানিমকে বিচারের আওতায় আনলে। এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে এলাকাবাসীর ধারণা।
এলাকাবাসী আরো জানান কাজিরহাট থানার রতনপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পটি পশ্চিম রতনপুর যাওয়ার পর এলাকায় দিন দিন অপরাধ দের ঘটনা বেড়েই চলছে। পশ্চিম রতনপুর সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করছে। বখাটে তামিম যেকোনো সময় বড় ধরনের অপকর্ম ঘটাতে পারে। এলাকাবাসী আরো জানান আমাদের সন্দেহ তামিন হয়তো একটি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আছে। দ্রুত তামিলের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে।
এ বিষয়ে কাজির হাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর সাথে আলাপ করলে তিনি সাংবাদিক দের জানান আসামি গ্রেফতারের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply