মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেহেন্দিগঞ্জ উপজেলার ১৩নং গোবিন্দপুর ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার,( ৪জুলাই) বিকেল ৫ টায় হাসানপুর খুরশিদা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ওই ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ডের সভাপতি আলমগীর মৃধার সভাপতিত্বে এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক রহমান এর সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান তালুকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝি, বাকের খান, মাহারুপ দেওয়ান, বাকের সিকদার, শাহাবুদ্দিন রাঢ়ী, কামাল মাঝি, সৈয়দ ফারুক, খলিল হাওলাদার, কাঞ্জন আলী দেওয়ান, মাষ্টার নুর উদ্দীন, ইউনুস হাওলাদার, আলমগীর আকন, বাকের খন্দকার, বাকের দেওয়ান মামুন খান,প্রমুখ।
সভায় যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝি বলেন,
‘দীর্ঘ সময় পর আওয়ামী লীগের দুঃশাসনের পতন হয়েছে, জামায়াত ইসলামকে হুশিয়ারী দিয়ে বলেন, কোরআন আর ইসলাম কারো বাবার না, যার যার ঈমানী শক্তি নিয়ে কাজ করেন, মা-বোনদের ভুল ব্যাখা দিয়ে ১০টাকা করে হাদিয়ার নামে চাঁদাবাজি করে ওই টাকা দিয়ে অস্ত্র কিনে দলের নামে ইসলামি ব্যাংক, ইবনে সিনা, ইসলামি হাসপাতাল দখল করে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, আর আপনারা অন্য দলকে চাঁদাবাজ বলছেন, চাঁদাবাজ কারা নিরীহ মানুষ জানে না, ৫ই আগষ্টের পরে আপনারা কয়টা বিশ্ব বিদ্যালয় দখল করেছেন, কয়টা ব্যাংক দখল করেছেন মানুষ জানে না আমরা কিন্তু জানি, আমাদের মুখ খোলাবেন না, তাহলে আপনাদের অস্ত্রিত আরো বিলীন হয়ে যাবে, আমাদের কাছে অনেক প্রমাণ আছে, প্রতিদিন পত্রিকার হেডলাইনে জামায়াতের গল্প পাবেন, নারী নির্যাতন, নারী কেলেঙ্কারি সংবাদ বেশি, ধর্ম ব্যবসার নামে ঘরে ঘরে নারীদের বোঝাচ্ছেন আপনাদের ভোট দিলে বেহেশত পাবে, বেহেশত আপনাদের কেনা না, চরমোনাইর পীর সাহেব বঙ্গবন্ধুর প্রশংসা করে বলেছিলেন ইরান থেকে ধর্মপ্রচারের জন্য বঙ্গবন্ধু এদেশে এসেছে, এখন তাদেরও সমালোচনা করে, ওনার লজ্জা করে না আগে কি বলেছেন এখন কি বলেন, জামায়াতের আমীর মাওলানা শফিকুল ইসলাম ৪বার মত পরিবর্তন করেছেন, ৪ধরনের বক্তব্য দিয়েছেন, কোরআনতো তা বলেনি, আপনি কোরআনের উপর থাকেন আমরা আপনার পিছনে আছি, ইনশাআল্লাহ আমরা কোরআনের আলোতে আলোকিত করতে চাই, বিএনপি ইসলামি মুল্যবোধে বিশ্বাসী, ইসলাম যেখানে বিপদে পড়ে বিএনপি সেখানেই আছে, জামায়াত বলেছিলো নারী নেতৃত্ব হারাম, এখন তাদের স্টেজে নারীরা ভাষন দিচ্ছে, হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ নেতা বক্তব্য দিচ্ছে, আমাদের দলের ৫হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে কিন্তু জামায়াত নারী ধর্ষণ ও ব্যাংক লুট করলেও কাউকে বহিষ্কার করেননি, আপনারা কোন কোরআন দিয়ে দল চালান?, আপনারা মানুষকে ভুল ব্যাখা দিয়ে মানুষের ঈমান নষ্ট করে দিয়েছেন, স্থানীয় ইউপি নির্বাচনে ২০০১-২০০২ সালে আপনারা উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের ভোট এলাকায় না গুণে পাতারহাটে নিয়ে গুনে আপনাদের দুই চেয়ারম্যান প্রার্থীকে চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন। আপনারা ভালো হয়ে যান, আপনাদের চরিত্রের কারনে মানুষ আপনাদের ভোট দেয় না, ৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করে এদেশের নারীদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছেন এখনও দেশ নিয়ে বিরোধিতা করে যাচ্ছেন। পিআর পদ্ধতির নামে নাটক বন্ধ করুন।
আগামী সংসদ নির্বাচন ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
Leave a Reply