মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া ইউনিয়নের কালীতলা নামক এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় মোঃ মোতালেব সিকদার (২৮) গুরুতর আহত হয়েছে। এসময় তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন হামলাকারীদের বিরুদ্ধে। আহতকে স্থানীয়রা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় নয়াখালী কালিতলা নামক এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে। আহত মোতালেব উপজেলার চানপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের খলিলুর রহমান সিকদার এর ছেলে। এই ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় আহতের পক্ষে তার স্বজনরা লিখিত অভিযোগ দায়ের করেন।আহতের বড় ভাই মোঃ এনায়েত হোসেন বলেন কিছু দিন পুর্বে আমাদের বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠানে পানবাড়িয়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত সোহান, শয়ন ও মোঃ অলিসহ ১০/১২ জনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। বিষয়টি আমার ছোট ভাইয়ের নজরে পড়লে সে বাধা দেয়। তাতে ক্ষিপ্ত ছিলেন ওরা। তারই জের ধরে আমার ছোট ভাই মোতালেব সিকদার এর উপর বর্বরোচিত হামলা করে।
অভিযুক্তরা বলেন মোতালেব সাথে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে তার সাথে মারামারি হয় সেও মারছে আমরাও মারছি।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আহত মোতালেব সিকদারের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
এদিন রাতেই আহতকে দেখতে হাসপাতালে যান উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন,সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম’সহ বিএনপির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক দলের মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ফখরুল ইসলাম সোহেল এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা।
আহতের অভিযোগ পুর্বপরিকল্পিতভাবে অবস্থান নিয়ে আমার গাড়ির গতিরোধ আমাকে মারধর করে। গুরুত্বর অসুস্থ হওয়ায় হামলাকারীদের নাম বলতে পারেন নি আহত।
আহতের বড় ভাই মোঃ এনায়েত হোসেন বলেন, হত্যার উদ্দেশ্য স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা আমার ভাইকে এ্যালোপাতাড়ি মারধর করে মৃত ভেবে ফেলে রেখে যায়। ওই এলাকার মানুষ আমাকে ফোন করে জানান আমার ভাইকে মেরে ফেলে রেখেছে। আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করেছি।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক মোঃ মতিউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply